• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

শিশুপুত্রকে অস্ত্র চালানো শেখাচ্ছেন বিচারক বাবা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৬:৩০ পিএম
শিশুপুত্রকে অস্ত্র চালানো শেখাচ্ছেন বিচারক বাবা

নিজের দুই শিশুপুত্রের হাতে পিস্তল দিয়ে গুলি ছোড়ার কৌশলও শেখাচ্ছেন এক বিচারক (ম্যাজিস্ট্রেট) বাবা।

চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জুয়েল তার দুই শিশুপুত্রকে আগ্নেয়াস্ত্র চালনা শেখানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম।

অনেক আগে বেড়াতে গিয়ে শখের বশে ভিডিওটি করা হয় বলে দাবি করেন জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম জুয়েল বলেন, ‘‘আমি যখন সুন্দরবন কয়রা এলাকার ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলাম তখনকার ঘটনা এটি। সুন্দরবন বেড়াতে গিয়ে বাচ্চারা শখ করে পিস্তল দিয়ে গুলি করেছে।’’

বাচ্চাদের আগ্নেয়াস্ত্র চালনা শেখানো নৈতিকভাবে কতটুকু ঠিক-এমন প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন, ‘‘এটা বাচ্চারা শখ করে করেছে।’’

তবে এটা করা ঠিক হয়নি জানিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

Link copied!