ভারতের সঙ্গে স্থলবন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৯ সেপ্টেম্বর (রোববার) থেকে মোট ১০টি স্থলবন্দর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম শুরু করবে।
তবে পর্যটক ছাড়া অন্য সবাই এই বন্দরগুলো দিয়ে ঢুকতে পারবেন এবং বাংলাদেশে প্রবেশের জন্য কোনও ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, “দুই দেশের করোনা পরিস্থিতি উন্নতির কারণে আমরা স্থলবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। রোববার থেকে আরও পাঁচটি বন্দর খুলে দেওয়া হবে।”
এদিকে স্থলবন্দরগুলো অনেকদিন বন্ধ থাকার কারণে পুনরায় কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের কয়েকদিন সময় দরকার বলে জানান সচিব।
মাশফি বিনতে সামস আরও বলেন, “আমরা গত পাঁচ মাসে ১০টি বৈঠক করেছি এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, যাতে করে ভারত থেকে কোভিড বাংলাদেশে দ্রুত ছড়াতে না পারে।”
এর আগে গত ২৫ এপ্রিল থেকে স্থলবন্দর দিয়ে আগমন-নির্গমন বিষয়াদি পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। এই কমিটি স্থলবন্দর সংলগ্ন জেলাগুলোর স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে আসছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























