বিনামূল্যে টিকা পাবেন ৮০ ভাগ মানুষ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:০৮ পিএম
বিনামূল্যে টিকা পাবেন ৮০ ভাগ মানুষ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দেশের ৮০ ভাগ মানুষ টিকা পাবেন।”

শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

করোনার টিকা আসতে শুরু হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আর কোনো সমস্যা হবে না। আরও টিকা আসবে এবং দেশের ৮০ ভাগ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।”

ভারত থেকে করোনা টিকা কেনার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু দেশটি করোনা বেড়ে যাওয়ায় তারা রপ্তানি বন্ধ করে দেয় বলে তিনি মন্তব্য করেন। 

প্রধানমন্ত্রী বলেন, “ভারতের টিকা বন্ধের কারণে কিছুদিন সমস্যা হয়েছিল। এখন আর সসস্য নেই। চীন এবং যুক্তরাষ্ট্র থেকে টিকা এসে গেছে আরও টিকা আসবে।”

শুক্রবার রাতে এবং শনিবার সকালে মর্ডানা ও সিনোফার্মের টিকা আসার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে সেখানে যোগাযোগ করা হয়েছে। আরও কেনা হবে। চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র সব জায়গায় যোগাযোগ রক্ষা করা হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “স্কুল বন্ধ, এজন্য একটু ক্ষতি হচ্ছে। টিকা দেওয়ার পরে আমরা সব স্কুল খুলে দেব। এর আগে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিলাম, তখনই সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি এমনভাবে ছড়িয়ে পড়ল। আর তার ধাক্কা এসে পড়লো আমাদের মাঝে।”

সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেন, “এখন তো শিশুদেরও করোনা সংক্রমণ হচ্ছে। লেখাপড়া শিখবে, কিন্তু এটার জন্য জেনেশুনে মৃত্যুর মুখে ঠেলে দেব কি না তা একটু বিবেচনা করবেন। বলার জন্য বলতে পারেন, কিন্তু এটাও একটু চিন্তা করবেন, ছেলেমেয়েদের মৃত্যুর মুখে দেবেন কি না?”

Link copied!