• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপির দ্বৈতনীতি এখন জনগণের কাছে স্পষ্ট: কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০২:৩৮ পিএম
বিএনপির দ্বৈতনীতি এখন জনগণের কাছে স্পষ্ট: কাদের
ফাইল ছবি

বিএনপির দ্বৈতনীতি এখন জনগণের কাছে স্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার (১১ ডিসেম্বর) সরকারি নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

বিচার বিভাগ নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, “বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। সরকার বিচার বিভাগের ওপর কোনো হস্তক্ষেপ করছে না। বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে রায় নিজেদের পক্ষে যেতে হবে। রায় নিজেদের পক্ষে গেলেই বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে সরকার হস্তক্ষেপ করছে। বিএনপির এ দ্বৈতনীতি এখন জনগণের কাছে স্পষ্ট।”

চট্টগ্রামে বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, “তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল। বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলো বহন করছে।”

গণমাধ্যমের স্বাধীনতা নেই-বিএনপি নেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত কাজ করছে। প্রতিদিন কাগজ, সংবাদে, টকশোতে সরকারের সমালোচনা হচ্ছে। এজন্য তো কোনো গণমাধ্যমের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি।”

কুয়াশার মধ্যে সড়কে গাড়ি চালানোর সময় ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার।”
 

Link copied!