• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

বাংলাদেশ থেকে শিখবে সারাবিশ্ব: ব্রিটিশ হাইকমিশনার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ১০:০২ এএম
বাংলাদেশ থেকে শিখবে সারাবিশ্ব: ব্রিটিশ হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, "বাংলাদেশের কাছ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কীভাবে মোকাবিলা করতে হয় তা শিখতে পারে সারাবিশ্ব। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপ ঠিক পথেই রয়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ এবার নেতৃত্বের ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।"

শুক্রবার (২৯ অক্টোবর)  ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, "আমাদের মূল প্রত্যাশা যেমনটি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন কার্বন নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য উন্নতি করা। সারাবিশ্ব বাংলাদেশের কাছ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কিভাবে কমাতে হয় তা শিখতে পারে। উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর জন্য প্রতিশ্রুত ১শ বিলিয়ন ডলারের বিষয় গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তাদের কথা গ্লাসগোতে ভালো মতোই বলতে পারবে বলে আশা করছি।"

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্যারিস চুক্তি বাস্তবায়নের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করতে যুক্তরাজ্যের গ্লাসগোতে বিশ্বনেতাদের অংশগ্রহণে হতে যাচ্ছে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ ২৬। বিশ্বব্যাপী কার্বন নিঃসরন কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে পড়া দেশগুলো ক্ষতিপূরণ চাওয়ার ব্যাপারে সম্মেলনে আলোচনা হবে।

জলবায়ু বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান বলেন, "এবারের সম্মেলন থেকে একশ বিলিয়ন নয় বরং পাঁচশ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি আদায় করার পরিকল্পনা করতে হবে।"

আতিক রহমান আরও বলেন, "ক্ষতিগ্রস্ত বাংলাদেশ কীভাবে সহায়তা পেতে পারে, তার কৌশলগত দিক আলোচনা হবে এই সম্মেলনে।

Link copied!