• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

করোনা টিকার আওতায় আড়াই কোটির বেশি মানুষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৯:৩৮ এএম
করোনা টিকার আওতায় আড়াই কোটির বেশি মানুষ

সারা দেশের ২ কোটি ৮৯ হাজার ১০৭ জন মানুষ করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন। এদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৭ হাজার ৮০৪ জন এবং নারী রয়েছেন ৬০ লাখ ৯৫ হাজার ৫৪১ জন।

দ্বিতীয় ডোজের আওতায় এসেছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। দ্বিতীয় ডোজে টিকা পেয়েছেন ৩০ লাখ ৯৪ হাজার ৭৯৭ জন পুরুষ এবং ১৮ লাখ ১ হাজার ৮০৭ জন নারী।

এ পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড, সিনোফার্ম, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৫ লাখ ৯০ হাজার ৯১৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা পেয়েছেন ৭১ লাখ ৯৪ হাজার ৮৭২ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮২ হাজার ৭৩৪ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ২২ লাখ ২০ হাজার ৫৮৩ জন। 

এছাড়া বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২ কোটি ৯৫ লাখ ৫৫১ হাজার ৫৬৬ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

এদিকে সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২।

Link copied!