• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

ড. আফসার আহমদ মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০২:৪১ পিএম
ড. আফসার আহমদ মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং সাবেক প্রোভিসি অধ্যাপক ড. আফসার আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান জামাতা হিমেল মাহবুব।

জাবির শিক্ষক ইউসুফ হাসান অর্ক বলেন, “খুলনা থেকে ঢাকায় ফেরার পথে আফসার আহমদ বিমানের মধ্যেই হার্ট অ্যাটাক করেন। তাকে ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

আফসার আহমদের মরদেহ রাজধানী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে। তার বয়স হয়েছিল ৬২ বছর।

১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে অধ্যাপক আফসার আহমদের জন্ম। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মধ্যযুগের বাঙলা আখ্যান কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

আফসার আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীকালে নাট্যকার সেলিম আল দীনের সঙ্গে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষকতায় নিয়োজিত থেকে বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!