রাজধানীর ভাটারা এলাকার একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির মিনি কারখানা কার্যক্রম পরিচালনা করছিলেন এক দম্পতি। প্রতি বছর ঈদ বা পূজা এলেই তাদের এই কার্যক্রম আরো বেড়ে যেতো। এতে তাদের সহযোগিতা করে আসছিলেন আরো তিনজন।
সোমবার (১২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন নুরেরচালা সাঈদনগর এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে আব্দুর রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন গার্মেন্টস ব্যবসায়ী হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিন। তাদের মধ্যে হেলাল খান ছিলেন আব্দুল রহিমের বন্ধু। বাকি দুইজন সহযোগী। তবে এই চক্রের মূল হোতা ওই দম্পতিই।
ডিবির অভিযানে ওই বাসা থেকে এক হাজার ও ৫০০ টাকা মূল্য মানের প্রায় ৪৩ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ জালনোট তৈরির উপকরণ ও সরঞ্জমাদিও জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান।
মো. মশিউর রহমান বলেন, “ওই দম্পতি গত তিন বছর ধরে ঘরোয়া পরিবেশে জালনোট তৈরি করে আসছিল। সাঈদনগর এলাকার এই বাসাটিও ভাড়া নিয়েছিল প্রায় এক বছর আগে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তারা বিপুল পরিমাণ জাল নোট তৈরি করছিল। প্রতি মাসে তারা কোটি কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ত।
এর আগে ২০১৯ সালেও একবার জাল নোট তৈরির অপরাধে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ফাতিমা বেগম। তবে ওই সময় তার স্বামী পালিয়ে যায় বলে জানান ডিবির এই কর্মকর্তা।