• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

করোনায় আরও ১৮৭ মৃত্যু, শনাক্ত ৩৬৯৭


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ০৫:৩১ পিএম
করোনায় আরও ১৮৭ মৃত্যু, শনাক্ত ৩৬৯৭

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৬৮৫। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৯৭ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৪০ হাজার ২০০।

বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে ও পরীক্ষা ১১ হাজার ৪৮৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ১১৭ এবং নারী ৭০ জন। ঢাকায় ৭৫, খুলনায় ৪৪, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১০, বরিশালে ১১, সিলেটে ৪, রংপুরে ১৫ এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন।

Link copied!