• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনায় আরও ১৬৩ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:৩২ পিএম
করোনায় আরও ১৬৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (৫ জুলাই) করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ধরা পড়েছে ১১ হাজার ৫২৫ জনের শরীরে, যা এক দিনের হিসাবে সর্বোচ্চ।

দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।

২৪ ঘণ্টায় দেশের ৬০৫টি ল্যাবে ৩৬ হাজার ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৪.২২ শতাংশ।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছে ৫ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। সুস্থতার হার ৮৭.৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৯৮ জন, নারী ৬৫ জন। তাদের মধ্যে বিশোর্ধ্ব ৫, ত্রিশোর্ধ্ব ১১, চল্লিশোর্ধ্ব ২৭, পঞ্চাশোর্ধ্ব ২৯ ও ষাটোর্ধ্ব ৯১ জন।

বিভাগ অনুযায়ী, সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপরই রয়েছে ঢাকা বিভাগ, ৪৫ জন। এ ছাড়া, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ২৪ জন করে, বরিশালে ৬ জন, সিলেটে ২ জন, রংপুরে ১১ ও ময়মনসিংহে ৫ জনের মৃত্যু হয়েছে।

Link copied!