• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৮:০৭ এএম
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১৮ আগস্ট) রাত ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিজের বনানীর বাসায় ফিরেন সাবেক এই অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিতের ছেলের বউ মানতাসা আহমদ জানান, সোমবার (১৬ আগস্ট) আবদুল মুহিতের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। মুহিত করোনা মুক্ত হলেও শারীরিকভাবে এখনো অনেকটা দুর্বল রয়েছেন। পুরোপুরি সুস্থ হতে হলে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাসায় দুই নাতনী সোফিয়া ও মারশিয়ার সঙ্গেই ৮৭ বছর বয়সী মুহিত সময় কাটাচ্ছেন বলেও জানান মানতাসা আহমদ।

সিলেট-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের দেহে গত ২৭ জুলাই করোনা শনাক্ত হয়। তাকে গত ২৯ জুলাই ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। তার  শারীরিক জটিলতা না থাকলেও শ্বাসকষ্টজনিত জটিলতার শঙ্কা এড়াতে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে পরিবার থেকে জানানো হয়।

Link copied!