• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

উজানে কমছে বৃষ্টি, নামছে নদীর পানি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৯:০৮ পিএম
উজানে কমছে বৃষ্টি, নামছে নদীর পানি

উজানে বৃষ্টি কমায় নামতে শুরু করেছে দেশের প্রায় সব নদীর পানি। মাত্র দুই নদীর দুই পয়েন্টের পানি এখনও বিপৎসীমার ওপরে।

তবে বন্যাপ্লাবিত প্রায় সব জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের সকল প্রধান নদ-নদীগুলোর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, এখন মাত্র দু’টি নদীর দুই পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে পদ্মা নদীর ৩ পয়েন্টের পানি বিপৎসীমার নিচে  নেমে গেছে। একমাত্র সুরেশ্বর পয়েন্টে পানি এখনও ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। 

একইভাবে ধলেশ্বরী নদীর দুই পয়েন্টের পানি, গড়াই নদীর কামারখালী পয়েন্টের কালিগঙ্গা নদীর তারাঘাট পয়েন্টের পানি, লক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ পয়েন্টের পানি, আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টের পানি, মেঘনা নদীর চাঁদপুর পয়েন্টের পানি বিপৎসীমার নিচে নেমে  গেছে। তবে তুরাগ নদীর কালিয়াকৈর পয়েন্টের পানি ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের স্টেশনগুলোর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড় স্টেশনে ৬৩ মিলিমিটার। ভৈরব বাজার স্টেশনে ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অন্যদিকে দেশের উজানে ভারতের স্টেশনগুলোর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে আগরতলা স্টেশনে ৪১ মিলিমিটার। গ্যাংটকে ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
 

Link copied!