ঈদে মিলাদুন্নবীর এক আলোচনা সভায় হিন্দুদের ওপর সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা জানানো হয়েছে।
বুধবার রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ থেকে ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভাণ্ডারিয়ার’ উদ্যোগে মিলাদুন্নবীর শোভাযাত্রা (জশনে জুলুশ) হয়।
বক্তারা পূজামণ্ডপে হামলাসহ সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান।
আয়োজক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ সহিদ উদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আলোচনা সভায় বলেন, “যারা ইসলামের নামে সন্ত্রাস করে, তারা নবীর দুশমন। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেখানে নবী প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে।”
সৈয়দ সহিদ উদ্দীন আহমদ আরো বলেন, “নবী বিরোধী একটি চক্র ইসলামের নামে সন্ত্রাস করে সারা বিশ্বে বার্তা পৌঁছে দিতে চায় যে, ইসলাম সন্ত্রাসী ধর্ম। এরা প্রমাণ করতে চায় ইসলাম সন্ত্রাসী ধর্ম, মানবতার ধর্ম নয়। তাদের বিষয়ে সতর্ক হতে হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আল্লামা আতাউর রহমান মিয়াজী।
দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কথিত ‘কোরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এরপর গত কয়েক দিনে চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তাঁর তিরোধান হয়। সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরাও দিবসটি ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে।