• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

আরো ৭৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৭:৫০ পিএম
আরো ৭৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারা দেশে আরো ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন ভর্তি।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৭৫ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ৩৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৫ জন রয়েছেন।

এ নিয়ে বর্তমানে সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গরোগীর সংখ্যা ৩৯২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৮৫ জন ও বেসরকারি হাসপাতালে ১০৭ জন।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ইএমআইএস) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর) পর্যন্ত দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৬৬৩ জন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত ৯৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরো বলা হয়েছে, হাসপাতালে ভর্তি মোট ২৭ হাজার ১৫৩ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন এবং নভেম্বরের ২৯ দিনে তিন হাজার ৪৯৮ জন ভর্তি হন।
 

Link copied!