• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

আরও ২ দিনের রিমান্ডে পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০২:৪৮ পিএম

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

এদিকে পর্নোগ্রাফি ও মাদক মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজের ছয়দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

পরীমনিকে চারদিনের রিমান্ড শেষে আজ দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত সংস্থা সিআইডি পরীমনির বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

৫ আগস্ট (বৃহস্পতিবার) পরীমনি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ওইদিন তাদের বিরুদ্ধে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Link copied!