• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কাকলী-সংবাদ প্রকাশ অণুগল্প প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন পুরস্কার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৩:১৭ পিএম
কাকলী-সংবাদ প্রকাশ অণুগল্প প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন পুরস্কার

কাকলী প্রকাশনী ও সংবাদ প্রকাশের যৌথ উদ্যোগে আয়োজিত অণুগল্প প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে তিন বিজয়ী পেলেন বিভিন্ন বিষয়ের ওপর আকর্ষণীয় বই। ঢাকা ও ঢাকার বাইরে থাকা প্রতিযোগীরা পুরস্কার পেয়ে ধন্যবাদ জানান সংবাদ প্রকাশকে।

গত ঈদুল ফিতরে অণুগল্প প্রতিযোগিতার আয়োজন করে সংবাদ প্রকাশ। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা কাকলী প্রকাশনী। 

এ আয়োজনে অংশ নেন শতাধিক প্রতিযোগী। তাদের  মধ্য থেকে তিন স্তরে বাছাইয়ের পর বিচারকদের বিবেচনায় উঠে আসে তিনজনের নাম।

প্রতিযোগিতায় প্রথম হন মো. আনারুল ইসলাম রানা। তার গল্পের নাম ‘যত্ন’। দ্বিতীয় স্থান অর্জন করেন সদ্য সমুজ্জ্বল। তার গল্পের নাম ‘সম্পর্ক’। তৃতীয় স্থান অর্জন করেন কামরুল হাছান। তার গল্পের নাম ‘কাক ও বাচ্চা ছেলে’। এই তিনজনসহ মোট ২০ জনের গল্প ঈদ উপলক্ষে প্রকাশ করা হয় সংবাদ প্রকাশের সাহিত্য ও সংস্কৃতি বিভাগে।

অন্য পত্রপত্রিকায় যেখানে ঈদকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ও বিখ্যাত লেখকদের লেখা ছাপা হয়, তখন সংবাদ প্রকাশ তরুণ লেখকদের নিয়ে এই আয়োজন করে। তাতে আশানুরূপ সাড়া পায় সংবাদ প্রকাশ। তাই প্রতিবছরই এই আয়োজনটি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Link copied!