• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

২টি উপাদানে ঘরেই বানান লিপ বাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০২:১০ পিএম
২টি উপাদানে ঘরেই বানান লিপ বাম

ঠোঁট ফেঁটে যাওয়া শীতকালের সাধারণ একটি সমস্যা। ফাঁটা ঠোট মুখের পুরো সৌন্দর্যকেই যেন ফিকে করে দেয়। তাই শীতে ঠোঁটের বাড়তি যত্ন নিতে হয়। বাড়তি যত্নে প্রতিদিন নিয়ম করে লিপ বাম ব্যবহার করতে হবে। বাজারে হরেক ব্যান্ডের লিপ বাম পাওয়া যায়। এগুলো ব্যবহার করা যায়। তবে বেশি ভালো হবে যদি লিপবাম ঘরে নিজেই তৈরি করে নেন। কিন্তু কীভাবে?

মাত্র ২টি উপাদান দিয়েই লিপবাম ঘরে বানিয়ে নিতে পারবেন। শীতকালে এটি হবে আপনার নিত্যসঙ্গী।  দুটি উপকরণই যথেষ্ট। যা ঘরেই মিলবে সহজে।

শীতে ঠোঁটের পরিচর্যায় ২টি উপাদানে লিপ বাম বানানোর সহজ প্রক্রিয়াটি জানাব আজকের আয়োজনে_

শীতে কম-বেশি সবার ঘরেই ভেসলিন থাকে। ভেসলিন এর সঙ্গে মাত্র একটি উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন স্পেশাল এই লিপ বামটি।

যেভাবে বানাবেন_

একটি কাঁচের বাটিতে দুই টেবিল চামচ ভেসলিন নিন। এবার একটি পাত্রের মধ্যে পানি গরম করে এর উপরে একটি ভেসলিন রাখা কাঁচের বাটি রাখুন। পানির গরমে সেই ভেসলিন গলাতে হবে। একটি চামচ দিয়ে নাড়তেই থাকুন। এরপর এতে দুটি ভিটামিন ই ক্যাপসুল যোগ করে দিন। এটি ভালো করে ভেসলিনের সঙ্গে মিশিয়ে নিন। এবার একটি কাঁচের পাত্রের মধ্যে মিশ্রণটি ঢেলে রাখুন।

লিপ বামটিতে কালার যোগ করতে চান? গোলাপি ঠোঁট পেতে লিপবামে দু-এক ফোঁটা কাঁচা বিটের রস দিয়ে নিতে পারেন। ঠোটের রং বেশ গোলাপি হবে।

যেভাবে ব্যবহার করবেন_

অন্তত টানা সাত দিন লিপ বামটি ব্যবহার করুন। ঠোঁট প্রাণবন্ত হয়ে উঠবে। সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করি। সেই টুথব্রাশে সামান্য পানি নিয়ে ঠোঁট ভিজিয়ে নিন। এবার ঠোঁট ভালো করে ঘষে নিন। এরপর লিপবামটি লাগান। ফাঁটা ঠোঁট প্রাণ ফিরে পাবে।

যা মনে রাখতে হবে_

রং ছাড়া শুধু লিপ বামটি আপনি ব্যাগসহ যেকোনো স্থানে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারবেন। কিন্তু  বিটের রস যোগ করলে এটি অবশ্যই ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে।

Link copied!