৮ মার্চ, মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছরই এই দিনটিতে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। নারীর অধিকার নিশ্চিতে এবং বিশ্বব্যাপী লিঙ্গবৈষম্য দূর করতেই দিবসটি উদযাপিত হয়। এই দিনটিতে বিশ্বজুড়ে নারীরা নিজেদের অধিকারের কথা বলে, অবহেলিত নারীদের সাহস জোগাতে সোচ্চার হওয়ার প্রেরণা জোগায়। কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসে নারীরা। প্রমাণ করে ‘আমরাও এগিয়ে’।
United Nations Educational, Scientific and Cultural Organisation বা UNESCO -ইউনেস্কো থেকে জানা যায়, প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ১৯০৯ সালে ২৮ ফেব্রুয়ারি। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়েই এই দিনটি প্রথম পালিত হয়। পরে ১৯১৭ সাল থেকে রাশিয়ায় নারী দিবস পালন শুরু হয়। সেই দেশে দিবসটি পালিত হতো ৮ মার্চ। সেই অনুযায়ী বিশ্বব্যাপী এই দিনটিকেই নারীর অধিকার প্রতিষ্ঠার দিন হিসাবে ধরে নিয়ে নারী দিবস পালন করে আসছে।
ইউনেস্কো আরও জানায়, দিনটি পালিত হয় লিঙ্গবৈষম্য দূর করার জন্য। শিল্প-সাহিত্যসহ সমাজের সব ক্ষেত্রে এবং সব কাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়াই এর প্রধান লক্ষ্য।
দিবসটি উপলক্ষে প্রতিবছর এই প্রতিপাদ্য বিষয়কে বেছে নেওয়া হয়। এই বছরও তাই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই বছরের প্রতিপাদ্য হচ্ছে- ‘Gender equality today for a sustainable tomorrow’। যার অর্থ- ‘সুন্দর আগামীর জন্যে আজ লিঙ্গসমতা দরকার’।
ইউনেস্কো বলছে, বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন পরিবেশ সচেতনতা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবেশ আন্দোলন ও সচেতনতার কাজে নারীদের ভূমিকাকে সম্মান জানাতেই এই বছরের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে।