বিশ্বজুড়েই কেক আর ক্রিসমাস ট্রি হয়ে উঠেছে বড়দিন উৎসবের প্রধান অনুষঙ্গ। উৎসবের ভোর থেকে শুরু হয় প্রার্থনা। এরপর শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে চলে খাওয়া-দাওয়া। উৎসবের সারাদিন সান্তা পোশাক ও টুপি পরে ঘোরাফেরা, ক্রিসমাস ট্রি সাজানো, সান্তাক্লজ থেকে উপহার নেওয়া কতই না আয়োজন থাকে। আলোকসজ্জায় সজ্জিত ঘরে রঙিনভাবে সাজানো হয় ক্রিসমাস ট্রিও।
ক্রিসমাস ট্রি কিনে তা বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়। এই বছর ক্রিসমাস হোক অন্য রকম। প্রতিবছর বাইরে থেকে কিনে আনা হয় ক্রিসমাস ট্রি। এবার নিজের হাতেই তা বানিয়ে নিতে পারেন। এই কাজে ছোটরাও হতে পারে আপনার সেরা সঙ্গী। সন্তানকে নিয়ে বড়দিনের উৎসবের প্রস্তুতি উপভোগ করতে এটি হতে পারে সেরা আইডিয়া।
আপনার সন্তানকে নিয়ে ঘরেই ক্রিসমাস ট্রি কীভাবে বানানো যাবে তা ধাপগুলো জানাব এই আয়োজনে_
ক্রিসমাস ট্রি-এর জন্য সবুজ ও বাদামী কাগজ প্রয়োজন। সেই সঙ্গে লাগবে আঠা, কাঁচি, ছুঁড়ি, পেন্সিল, গ্লিটার গ্লু, পাফি পেইন্ট, সিকুইন, ছোট কাগজের আকার, বোতাম, ফিতেসহ বেশকিছু উপকরণ। আর একটি বড় মাপের পিচবোর্ড তো লাগবেই।
ক্রিসমাস ট্রি বানাতে প্রথমে পিচপোর্ড নিন। এবার এর উপর স্কেল এবং পেনসিল দিয়ে ত্রিভুজ আঁকুন। পিচপোর্ডে পর পর তিনটি আলাদা আলাদা মাপের ত্রিভুজ আঁকবেন। এবার ছুঁড়ি দিয়ে ত্রিভুজগুলো কেটে নিন।
এবার সবুজ কাগজ দিয়ে কেটে রাখা পিচপোর্ডগুলো মুড়ে নিন। ভালো করে আঠা লাগাবেন। তিনটি আলাদা আলাদা মাপের ত্রিভূজ আকৃতির কাগজ দিয়ে গাছের পাতার অংশ তৈরি করুন। এবার গাছের কান্ড বানিয়ে নিন।
ক্রিসমাস ট্রি-র নিচের অংশ বানানো শুরু করুন। একই ভাবে পিচবোর্ড ব্যবহার করুন। পিচবোর্ডের উপর গাছের কান্ড আঁকুন। তা ছুঁড়ি কিংবা কাঁচির সাহায্যে কেটে নিন। এর উপর খয়েরি রঙের কাগজ মুড়ে নিন। কাগজ আটকাতে আঠা ব্যবহার করুন।
এবার ৪টি জিনিস পর পর জুড়ে দিন। খয়েরি যে কান্ড বানিয়েছেন, এর উপর বড় মাপের ত্রিভূজ আটকান আঠা দিয়ে। এর উপর দিন মাঝারি এবং একদম উপরে রাখুন ছোট আকৃতির সবুজ রঙের ত্রিভূজ। ভালোভাবে আঠা দিয়ে আটকে দিন। এরপর পুরোটি শুকিয়ে নিন।
এই পর্যায়ে পিচবোর্ডের উপর গোল, তারা, ছাতা আঁকুন। তা কেটে রঙিন কাগজ দিয়ে মুড়ে দিন। এবার এগুলো ক্রিসমাস ট্রি-র উপর লাগিয়ে নিন। এবার বোতাম ও ফিতে লাগান। বিভিন্ন রঙ ব্যবহার করে সাজিয়ে নিন ক্রিসমাস ট্রি। এবার এটি ঘরের নির্দিষ্ট স্থানে রাখুন। যেখানে রাখছেন, সেখানে রঙিন আলোর ব্যবহার করুন।
আপনার সন্তানকে নিয়ে পুরো কাজটি করবেন। আপনিও তার সঙ্গী হবেন। সন্তানকে মনমতো সাজিয়ে নিতে বলুন ক্রিসমাস ট্রি। উত্সবের দিন সন্তানকে সান্তাক্লজের পোশাক পরিয়ে নিজের বানানো ক্রিসমাস ট্রির সামনে ছবি তুলে স্মৃতিবন্দি করুন মুহূর্তটিকে।