• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বর্ষায় পোষা প্রাণীর যত্নে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ১২:৫০ পিএম
বর্ষায় পোষা প্রাণীর  যত্নে যা করবেন

বর্ষার সময় নিজেকে তো সুস্থ থাকতেই হয়। সঙ্গে খেয়াল রাখতে হবে বাড়ির পোষা প্রাণীটিরও। কারণ এ সময় সংক্রমণের ভয় বেশি থাকে। তাই বর্ষায় পোষা প্রাণীর বাড়তি যত্ন নিতে হয়। চলুন জেনে নেওয়া যাক বর্ষায় পোষা প্রাণীর যত্ন নেবেন কীভাবে-

  • গরমে তো বটেই বর্ষাকালেও পোষা প্রাণীকে মাঝেমাঝে গোসল করানো জরুরি। তবে বর্ষার সময় পোষা প্রাণীকে কী ধরনের শ্যাম্পু, সাবান, ময়েশ্চারাইজার মাখাবেন, তা একবার পশু চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। বর্ষায় যেহেতু ফাঙ্গাস সংক্রমণের একটা ভয় থাকে, তাই পোষা প্রাণীর ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল প্রসাধন ব্যবহার করা জরুরি।
  • বর্ষায় ঘন ঘন রাস্তায় নিয়ে না বেরোনোই ভালো। এই সময়ে আবহাওয়া ঠান্ডা থাকে। পোষা প্রাণীর শরীর খারাপ হতে পারে। বৃষ্টি পড়ুক আর না পড়ুক, বাইরে নিয়ে যাওয়ার আগে একটি ‘রেন জ্যাকেট’ পরিয়ে নিন। টিপটিপ করে বৃষ্টি পড়লে সুরক্ষিত থাকবে পোষ্য।
  • বর্ষায় সংক্রমণের ঝুঁকি এড়াতে পর্যাপ্ত খাবার খাওয়ান পোষা প্রাণীকে। কোন খাবারগুলো খেলে সংক্রমণ থেকে পোষা প্রাণীকে দূরে রাখা যাবে, সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলে নিন।
  • ঝড়-বৃষ্টির সময় এমনিতেই খানিক ভীত থাকে পোষা প্রাণী। তাই সে সময়ে বাড়িতে একা না রাখাই ভালো। ঘরের মধ্যেই গদি পেতে কিংবা অন্য কোনো ব্যবস্থা করে আরামদায়ক একটি জায়গা করে দিন তাকে। বর্ষায় ঘর এমনিতেই স্যাঁতসেঁতে থাকে। পোষা প্রাণীর অস্বস্তি দূর করার দায়িত্ব আপনারই।
Link copied!