• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

কোন রঙের পোশাকে মশা বেশি আকৃষ্ট হয়?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৫:৪০ পিএম
কোন রঙের পোশাকে মশা বেশি আকৃষ্ট হয়?

ডেঙ্গুর প্রকোপের এ সময়টাতে মশা থেকে নিজেকে রক্ষা করা সবচেয়ে জরুরি। তবে মশা কাকে বেশি আক্রমণ করবে তা অনেকটা নির্ভর করে কোন রঙের পোশাক পরে আছে তার ওপর। শুনতে হাস্যকর মনে হলেও এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন , এডিস মশা প্রথমে যে জিনিসটি চিহ্নিত করে সেটি হলো দেহ থেকে নিঃসৃত হওয়া কার্বন ডাই অক্সাইড।

এরপর যে উৎস থেকে ওই কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, তার রঙের ওপর ভিত্তি করে আক্রমণ করে মশা। গবেষকদের ধারণা লাল, কমলা, কালো রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা। পাশাপাশি সবুজ, বেগনি, নীল ও সাদা রঙের প্রতি একেবারেই আকৃষ্ট হয় না তারা।
 

এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা।

নিশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড, ঘাম ও শরীরের উষ্ণতা। এবার এই তালিকায় একটি চতুর্থ বিষয় যুক্ত হলো বলেই বিশ্বাস তাদের। এমনকি গাঢ় লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থেও আকৃষ্ট হয় মশা, এমনটাই দাবি গবেষকদের। যে যে রং মশা পছন্দ করে না সেই রঙের পোশাক পরলে অনেকটাই এড়ানো যেতে পারে মশার কামড়।

Link copied!