• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

গ্রিন টিতে যে দুটি উপকরণ মেশালেই গজাবে চুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৬:৪০ পিএম
গ্রিন টিতে যে দুটি উপকরণ মেশালেই গজাবে চুল
ছবি: সংগৃহীত

চুল পড়ার সমস্যা যেনো আমাদের পিছু ছাড়ছেই না। বিশেষ করে বর্ষায়। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া চুল পড়ার ঝুঁকি বাড়িয়ে তুলে। আবার নতুন করে চুল গজাতেও চায় না। সাধারণত পুষ্টির ঘাটতির কারণে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেই নতুন চুল গজায় না। এক্ষেত্রে খেতে পারেন গ্রিন টি। সঙ্গে আরও দুটি উপকরণ মেশালে উপকার পাবেন। গজাবে নতুন চুল। চলুন জেনে নেই, কীভাবে বানাবেন সেই চা-

যা যা লাগবে

  • ১ চা চামচ মেথি
  • এক চিমটি দারচিনি
  • ১ চা চামচ গ্রিন টি

যেভাবে বানাবেন
প্রথমে এক কাপ পানিতে মেথি ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এবার একটি হাড়িতে একটু পানি নিয়ে এর সঙ্গে মেথি সহ মেথির পানিটা দিয়ে দিন।
ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিন এক চিমটি দারচিনি গুঁড়ো। একেবারে শেষে গ্রিন টি দিয়ে দিন। ফুটে উঠলে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখুন। তারপর ছেকে নিয়ে পান করুন।

Link copied!