• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ঘাড় ও গলার বলিরেখা নিয়ে টেনশন? জেনে নিন সমাধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৪:৪৮ পিএম
ঘাড় ও গলার বলিরেখা নিয়ে টেনশন? জেনে নিন সমাধান

সঠিকভাবে গলা ও ঘাড়ের পরিচর্যার মাধ্যমে বলিরেখার সমস্যা দূর করা সম্ভব। চলুন জেনে নিই ঘাড় ও গলায় বলিরেখা কীভাবে দূর করবেন।

  • গলা ও ঘাড়ের ত্বক টানটান রাখতে ম্যাসাজ করুন নিয়মিত। তবে সঠিক স্ট্রোকে ম্যাসাজ করুন। মনে রাখবেন, গলা ও ঘাড়ের ত্বক মুখের ত্বকের চেয়েও কোমল। ভুল পদ্ধতিতে ম্যাসাজ করলে হাড়ে চাপ বাড়ে এবং ত্বকে সমস্যা দেখা দেবে। এসেনশিয়াল অয়েল বা লোশন দিয়ে নিচ থেকে ওপরের দিকে লম্বালম্বি ম্যাসাজ করুন। তাতে গলার আকার ও ত্বক সুন্দর হবে।
  • ঘাড়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করা যায়। অতিরিক্ত করবেন না। ১০ মিনিট করলেই যথেষ্ট।
  • ম্যাসাজের ক্ষেত্রে তেল ব্যবহার করুন। তেলের সঙ্গে একটু পানি মিশিয়ে নেবেন। নারকেল তেল, অলিভ অয়েল, রোজ অয়েল ব্যবহারে সুফল মিলবে।
  • আমন্ড বাদাম ও দুধের পেস্ট করে গলায় ও ঘাড়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন।
  • ডিমের সাদা অংশ ও মধু মিশিয়ে ১০-১২ মিনিট গলায় মাখিয়ে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের দাগ দূর হবে।
  • সাবানের বদলে ফেশওয়াশ দিয়ে গলা ও ঘাড় ধুয়ে নিন। রোদে বেরোলে সানস্ক্রিন লাগিয়ে নিন।
Link copied!