• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

স্যান্ডউইচ দুই ভাগ করায় গুনতে হলো জরিমানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ১১:৪৫ এএম
স্যান্ডউইচ দুই ভাগ করায় গুনতে হলো জরিমানা

ইতালির এক রেস্টুরেন্টে স্যান্ডউইচ কেটে দুই ভাগ করায় ২ ইউরো বা প্রায় ২৩৯ টাকা পরিশোধ করতে হয় এক ক্রেতাকে।

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানায়, মিলানের বাসিন্দা সেই পর্যটক ইতালির বড় ব্যবসায়ী এবং তারকাদের থাকার এলাকা লেক কমো অঞ্চলে যান। সেখানে এক রেস্টুরেন্টে তিনি একটি স্যান্ডউইচ অর্ডার দেন। বন্ধুর সঙ্গে ভাগ করে খাওয়ার জন্য তা দুই ভাগ করেন। 
বিল পরিশোধ করার সময় তারা অবাক হয়ে লক্ষ্য করেন স্যান্ডউইচটি দুই ভাগে কাটার জন্য রেস্টুরেন্ট অতিরিক্ত দুই ইউরো বিল করেছে।

সেই পর্যটক কোনো অভিযোগ ছাড়াই বিল পরিশোধ করেন। পরে তিনি বিলের একটি ছবিসহ নেতিবাচক রিভিউ পোস্ট করেন এক পর্যটন ওয়েবসাইটে।  

রেস্টুরেন্টের মালিক ক্রিস্টিনা বিয়াচ্চি বলেন, “আমাদের একটির জায়গায় দুইটি প্লেট ব্যবহার করতে হয়েছে। সেই পর্যটক যদি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতেন তবে এই অতিরিক্ত টাকা দেওয়া লাগতো না।” 

Link copied!