• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ঝটপট বানিয়ে ফেলুন চকো লাভা কেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪, ০৪:০৩ পিএম
ঝটপট বানিয়ে ফেলুন চকো লাভা কেক
খাবার শেষে ডেজার্ট হিসেবে অনেকেই চকো লাভা কেক পছন্দ করেন

খাবার শেষে ডেজার্ড হিসেবে অনেকেই চকো লাভা কেক পছন্দ করেন। চামচ দিয়ে কাটলেই ভেতর থেকে বেরিয়ে আসে চকলেট, ঠিক যেন চকোলেটের আগ্নেয়গিরি। শীতের সময় গরম গরম চকো লাভা কেক যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায়, তা হলে কেমন হয়? সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন লাভা কেক।

উপকরণ

ময়দা : আধ কাপ
কোকো পাউডার : ১/৪ কাপ
গুঁড়া চিনি : আধ কাপ
বেকিং সোডা : ১/৪ চা চামচ
বেকিং পাউডার : আধ চা চামচ
ভ্যানিলা এসেন্স : আধ চা চামচ
গলানো মাখন : ১/৪ কাপ
দুধ : আধ কাপ
চকলেট কিউব : ১২ টি

প্রণালি

একটি চালুনিতে ময়দা, কোকো পাউডার, গুঁড়ো চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা ভাল করে ঝেরে নিন একটি বড় পাত্রে। এ বার সেই মিশ্রণে গলানো মাখন, ভ্যানিলা এসেন্স, দুধ দিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন। এ বার ছোট বেকিং মোল্ডে মাখন মাখিয়ে কেকের মিশ্রণটি ঢেলে দিন। এ বার ওভেন প্রিহিট করে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিট বেক করুন। পাওয়ার বন্ধ করে আরও দুই মিনিট রাখুন। এ বার কেক খুব আসতে বার করে নিয়ে মাঝ বরাবর ছুরি দিয়ে চিরে দিন। ভিতর থেকে বেরিয়ে আসবে গলানো ডার্ক চকলেট। এ ভাবেই গরম গরম পরিবেশন করুন চকো লাভা কেক।

Link copied!