রাস্তায় চলাচলের সাধারণ নিয়ম জেনে নিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০২:২৪ পিএম
রাস্তায় চলাচলের সাধারণ নিয়ম জেনে নিন

রাস্তায় পথ চলার সময় বিভিন্ন কারণে আমরা নিয়মকানুনগুলো মেনে চলতে পারি না। অন্যদিকে অনেকে আবার পথ চলাচলের আদবকেতা আমরা অনেকেই জানি না। এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়। এমনকি প্রাণসংশয়ও ঘটে যায়। চলুন জেনে নিই রাস্তা চলাচলের সাধারণ নিয়মগুলো-

  • আবর্জনা, কাগজের টুকরা, ফলের খোসা ও অন্যান্য ময়লা রাস্তায় ফেলবেন না। রাস্তা বা পার্কে বা চলার পথে আবর্জনা ময়লা ফেলা বন্ধ করুন। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন।
  • মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি কল হলে আগে কথা শেষ করুন, তারপর রাস্তা পার হবেন, কারণ, জরুরি কথার চেয়েও আপনার বেঁচে থাকাটা সবচেয়ে আগে ভাবতে হবে। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
  • কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার হবেন না। কেননা তখন আপনি কোনো গাড়ির হর্ণ এর শব্দ শুনতে পাবেন না। আর যখন তখন হতে পারে মারাত্মক দুর্ঘটনা।
  • রাস্তা পার হওয়ার সময় সবসময় জেব্রাক্রসিং মেনে চলুন।
  • হাঁটতে হাঁটতে পরিচিত কারো সঙ্গে দেখা হলে চলাচলের মাঝপথেই না দাঁড়িয়ে অন্য পথচারীদের চলার জায়গা রাখুন। একটুখানি জায়গা ছেড়ে দিয়ে পাশেই কোথাও দাঁড়িয়ে কথা বলুন।
  • রাস্তায় চলাচলের সময় এইদিকে-সেইদিকে থুথু ফেলা থেকে বিরত থাকুন। কেননা আপনার থুথুতে মারাত্মক জীবাণু থাকতে পারে।
  • ছোট ছেলে-মেয়েদের নিয়ে রাস্তায় হাঁটার সময় যেদিকে গাড়ি চলাচল করে, তার উল্টোদিকে তাদের হাত ধরে হাঁটুন। একাধিক বাচ্চা থাকলে তাদের দলবদ্ধ থাকতে বাধ্য করুন।
  • যদি আপনার খুব দ্রুত যাওয়া জরুরি হয়, তাহলে দ্রুত চলাচলের সময় কারো গায়ে ধাক্কা লাগার আগে সতর্কতা অবলম্বন ক‍রুন। অসতর্ক ভাবে ধাক্কা লাগলে ‘দুঃখিত’ বলুন।
  • ধীরে ধীরে হাঁটছেন কারণ তেমন তাড়া নেই বা শারীরিক দিক থেকে অসুস্থ, তাহলে পথের মাঝ বরাবর না হেঁটে একপাশে জায়গা ছেড়ে হাঁটুন। যাতে আপনার ধীরগতির জন্য অন‍্যের সমস্যা না হয়।
  • লাল বাতি মানে থামুন, হলুদ বাতিতে তৈরি হও, সবুজে সামনে চলতে শুরু করতে হবে। 
  • গাড়িতে চলাকালীন সময় বাহিরে কিছু ছুঁড়ে মারবেন না। এতে সেটি যে কারো গায়ে লাগতে পারে। এতে করে অন‍্যকেউ মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে আপনার অনিচ্ছা সত্ত্বেও।
  • গুরুত্বপূর্ণ আরেকটি কথা মনে রাখবেন। মোটরসাইকেল চালানোর সময় ওভারটেক করা থেকে বিরত থাকুন। কারণ এই ওভারটেকিং প্রতিযোগিতা অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
  • রাস্তা চলাচলের সময় ট্রাফিকের নির্দেশনা মেনে চলুন।
  • ফুটওভারব্রিজ ব্যবহার করুন।
  • রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণের লাইটের সংকেত দেখে নিতে হবে। 
  • পাবলিক বাসে ওঠা ও নামার সময় সতর্ক থাকুন।
Link copied!