• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শীতে গাছের যত্নে পানির পরিমাণ যেমন হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৭:৪১ পিএম
শীতে গাছের যত্নে পানির পরিমাণ যেমন হবে
ছবি: সংগৃহীত

শীত হোক বা বর্ষা গাছের যত্নে সবসময় সতর্ক থাকতে হয়। একটু এদিক থেকে ওদিক হলেই গাছের গোড়া পঁচে যায়। বিশেষ করে পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখা জরুরি। টবে পানি জমলে দ্রুত গাছ নষ্ট হয়ে যায়।

এসময় গাছে যে পানি দেওয়া হবে তার তাপমাত্রা কেমন হবে সেটা নিয়ে অনেকেই চিন্তিত। আবার দিনে কতবার কতটুকু পানি দেবে সেটা নিয়েও অনেকের মনে প্রশ্ন থাকে।

শীতকাল এমনিতেই শুষ্ক। এছাড়া শীত এলেই বেড়ে যায় ধুলো-বালি। প্রচুর ধুলোবালির কারণে গাছ মলিন হয়ে পরে। তবে আবার এসময় কুয়াশার কারণে এমনেতেও মাটি ভেজা থাকে। তাই শীতে মাটি দেখে পানি দেওয়া ভালো। মাটিতে ভিজে ভাব থাকলে পানি না দিলেই ভাল। দিনে একবার পানি দিলেই ভালো। এর বেশি দরকার নেই।

শীতে গাছেরা বিশ্রাম নেয়। এসময় অযথা পানির তাপমাত্রা নিয়ে চিন্তা করার কিছু নেই। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানিই গাছে ‍দিতে পারেন।

Link copied!