হাতের রেখা দেখা ভাগ্য বোঝা যায়। কিন্তু হাতের মুঠো দেখে মন বোঝা যায়, এটা শুনে নিশ্চয়ই অবাক হবেন। অবাক হলেও সত্যি, হাতের মুঠো এবং বুড়ো আঙুলের অবস্থান মানুষের মনোভাব প্রকাশ করে। যা বিভিন্ন গবেষণাতেও উঠে এসেছে।
গবেষণায় জানা গেছে, মুঠোর ধরন অনুযায়ী মানুষের মনের অবস্থান সম্পর্কে ধারণা করা যায়। কার মন কেমন হয়, কে মন খোলা প্রকৃতির মানুষ, কে বেশি কেয়ারিং, কে আত্মবিশ্বাসী কিংবা কে বেশি পরিশ্রমী মানুষ তার ধারণা করা যায় হাতের মুঠো দেখেই।
প্রিয়জনের মন বুঝতে সমস্যা হয়। মন পেতে হলে, মন বোঝা জরুরি। তাই প্রিয়জনের হাতের মুঠোর দিকে নজর দিতে পারেন। আর ধারণা করতে পারেন, আপনার প্রিয়জনের মনের অবস্থা কেমন। এক নজরে প্রিয়জনের হাতের মুঠো এবং বুড়ো আঙুলের অবস্থান দেখে নিন। বুঝে যাবেন, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কেমন মনের মানুষ।
অনেক গবেষণাতেই শারীরিক ভাষা, হাতের আঙ্গুলের গঠন এবং মুঠো করার ধরনকে বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী_
হাত মুঠো করার পর বুড়ো আঙুলটি অন্যান্য আঙুলের উপরে থাকে কিনা দেখুন। এমন হলে বুঝবেন, সেই মানুষটি মনখোলা প্রকৃতির। সে সবসময় নতুন কিছু শেখার প্রতি আগ্রহী। এদের মধ্যে এক ধরনের আত্মমগ্নতা থাকতে পারে। নিজেদের জগতে হারিয়ে যেতে তারা পছন্দ করেন।
হাত মুঠো করার পর বুড়ো আঙুল মুঠোর ভিতরে রয়েছে কিনা দেখুন। এই মানুষগুলো হৃদয়বান হয়। কাছের মানুষের প্রতি খুব যত্নশীল থাকেন। তারা স্বপ্ন দেখতে পছন্দ করুন। অন্যদের সঙ্গও উপভোগ করেন।
হাত মুঠো করার পর বুড়ো আঙুল উপরের দিকে থাকে, থাম্বস আপ-এর মতো তবে বুঝে নেবেন, এই ধরনের মানুষ আত্মবিশ্বাসী হন। তাদের সংবেদনশীল মনোভাব থাকে। নিজেদের কাজ স্বতঃস্ফূর্তভাবে করতে পছন্দ করেন। পাশাপাশি তারা বেশ বিচক্ষণ প্রকৃতির হন।
হাত মুঠো করার পর যদি বুড়ো আঙুল একপাশে শুয়ে থাকে বুঝে নেবেন, এই ধরনের মানুষের মধ্যে আত্মবিশ্বাস কম থাকে। তারা পরিশ্রমী হয়। খুব ভালো মনের মানুষ হন। দয়ালুও হন।
হাত মুঠো করার সময় বুড়ো আঙুল মুঠোর ভিতরে থাকলে বুঝবেন, এরা চিত্তাকর্ষক এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্বের প্রতীক। এরা ইতিবাচক মনোভাবাপন্ন। অন্যদের প্রতি মনোযোগী হন। তার সঙ্গ সবাই পছন্দ করেন। তিনি আত্মবিশ্বাসী হয়ে থাকেন।