• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

প্রিয়জনের জন্য প্রিয় উপহার কেমন হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১১:৫৮ পিএম
প্রিয়জনের জন্য প্রিয় উপহার কেমন হবে

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অর্থাত্ বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে কত আয়োজনই থাকে। প্রিয়জনকে খুশি করার চেষ্টা চলে সারাদিনজুড়ে। বিশেষ এই দিনটিতে প্রিয়জনকে সারপ্রাইজ দিলে কিন্তু বেশ খুশি হবেন। কারণ সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে। প্রিয়জনের পছন্দের কিছু কিনে তাকে উপহার দিয়ে সারপ্রাইজ করাও আয়োজনের অংশ হতে পারে। ভালোবাসার মানুষের জন্য় উপহারটাও হওয়া চাই স্পেশাল। তাই এই দিনে প্রিয়জনকে কী উপহার দিয়ে খুশি করা যায় চলুন জেনে নেই।

  •  প্রিয়জনকে মনের কথা চিঠির মাধ্যমে লিখে জানাতে পারেন এই বিশেষ দিনটিতে। সেই চিঠি একটি বোতলে ভরে তাতে ফিতে দিয়ে বেঁধে দিতে পারেন। সেই সঙ্গে বোতলের ভেতরে কিছু ফুলের পাপড়িও দিয়ে রাখুন। দেখবেন বিশেষ এই উপহারটি প্রিয়জনকে চমকে দিবে।
  • ভালোবাসার কথাগুলো লিখে রাখতে ডায়েরি উপহার দিতে পারেন। ডায়েরিতে প্রিয়জন তার মনের কথা লিখে রাখতে পারবে। যা পরবর্তীতে আপনার কাছে স্মৃতি হয়ে থাকবে। এছাড়াও ডায়েরির প্রতিটি পৃষ্ঠায় প্রিয় মানুষের জন্য় ছোট ছোট বার্তা লিখেও উপহার দিতে পারেন। সঙ্গে অবশ্যই লাল গোলাপ জুড়ে দিন।
  • ভালোবাসার কিছু স্মরণীয় মুহূর্তের ছবি কি আছে। তবে সেই ছবি দিয়ে ছাপিয়ে একটি মগ উপহার দিতে পারেন। এক রঙের মগ পাওয়া যায়। যেখানে গরম পানীয় ঢেলে নিলেই ভেসে উঠবে সেই ছবি।
  • বিভিন্ন অনলাইন শপে এখন কাঠে করা ছবি কাস্টমাইজ করে বিক্রি করে। প্রিয় মানুষটির ছবি সেই খোদাই করা কাঠে ছাপিয়ে নিয়ে উপহার দিতে পারেন। এছাড়াও ফটোফ্রেম, চাবির রিংও হতে পারে প্রিয়জনের উপহার।
  • প্রিয়জনকে এই দিনে ফুল উপহার দিতে ভুলবেন না। ভালোবাসার মানুষকে একগুচ্ছ ফুল দিয়েই বরণ করে নিন। সঙ্গে পছন্দমতো এক বাক্স চকলেটও দিন।
  • ভালোবাসার মানুষকে বই উপহার দিতে পারেন। এই মাসেই বই মেলা হয়। তাই প্রিয়জনের পছন্দের লেখকের বই বা যে বিষয়ে তার আগ্রহ রয়েছে সেই বিষয়ের বই উপহার দিতে পারেন। দেখবেন বেশ খুশি হয়েছে। বইয়ের প্রথম পাতায় নিজের ভালোবাসার অনুভূতির কিছু কথাও লিখে দিতে পারেন।
  • পছন্দের পোশাক উপহার দিতে পারেন। এই বিশেষ দিনটিতে অনেকেই একই রকম পোশাক পরেন। প্রিয়জনের সঙ্গে ম্যাচিং রেখে পোশাক কিনে ফেলুন। আর ভালোবাসা দিবস উপলক্ষে তাকে উপহার দিন। নারী সঙ্গীর জন্য় গহণাও কিনতে পারেন।
  • ভালোবাসার মানুষের গায়ের গন্ধ এমনিতেই খুব প্রিয় থাকে। তবুও পছন্দের পারফিউম ও বডি স্প্রে দিতে পারেন। ঘড়িও হতে পারে প্রিয়জনের জন্য় প্রিয় উপহার।
Link copied!