• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ত্বকের যত্নে কফি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১২:১৫ পিএম
ত্বকের যত্নে কফি

শরীর ও মন সতেজ করতে আমরা কফি খাই। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর কফি ত্বককে দারুণ সতেজ ও টানটান করে তোলে। কফিতে থাকা অ্যাসিড ত্বকের লোমকূপ খুলে দেয়। ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে স্বাস্থ্যকর ত্বক পেতে কফিতে থাকা উপাদানগুলোর তুলনা নেই। চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কফির কয়েক ধরনের ব্যবহার।

  • কফিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বক উজ্জ্বল করে ও চোখের আশপাশে থাকা কালি দূর করতে সাহায্য করে। কফি গুঁড়ার সঙ্গে মধু  ও কয়েক ফোঁটা ভিটামিন-ই তেল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ চোখের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ১ চা-চামচ কফি পাউডারের সঙ্গে সামান্য পানি ও ১ চা-চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি ভালো করে গুলিয়ে নিন। ১০ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। ত্বকে বয়সের ছাপ দূর হবে।
  • ১/৪ চা-চামচ কফির সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। ৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে এই প্যাক।
  • কুসুম গরম পানির সঙ্গে কফি মিশিয়ে তুলা ভিজিয়ে চোখের আশপাশের ত্বকে লাগান। চোখের ফোলা ভাব কমে যাবে।
  • পরিমাণমতো কফি ও নারিকেলের দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগান। ভেজা আঙুল দিয়ে চক্রাকারে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ত্বক টানটান রাখে কফি। এ জন্য কফি দিয়ে বানিয়ে ফেলুন আইস কিউব। গরম পানিতে কফি মিশিয়ে ফুটিয়ে তা আইস ট্রেতে ঢেলে জমতে দিন। একটি সুতি কাপড়ে এই বরফ মুড়ে চেপে চেপে পুরো মুখে লাগান। এতে ত্বকে উজ্জ্বলতা আসবে এবং টানটান হবে ত্বক।
  • ২ চা-চামচ কফির সঙ্গে পরিমাণমতো মধু ও ১ চিমটি হলুদ মেশান। পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। এই ফেসপ্যাক প্রতিদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন। ব্রণ দূর করে ত্বককে কোমল করে তুলবে।
  • ২ চা-চামচ কফি ও ২ চা-চামচ দারুচিনির গুঁড়ার সঙ্গে দুধ ও মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ত্বক উজ্জ্বল ও কোমল করবে এই প্যাক।
  • কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।
Link copied!