• ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২, ৩ রবিউল আউয়াল ১৪৪৬

হাতের মুঠো বলে দিবে আপনি কেমন মানুষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০১:৫৮ পিএম
হাতের মুঠো বলে দিবে আপনি কেমন মানুষ
ছবি: সংগৃহীত

হাতের রেখা দেখে ভবিষ্যৎ জানা যায়। কিন্তু হাতের মুঠো দেখে যে ব্যক্তিত্ব বোঝা যায়, জানেন কি। হাতের মুঠো বলে দিবে আপনি কেমন মানুষ। 

একেকজনের হাতের মুঠো একেকরকম। হাত মুঠো করলে বুড়ো আঙুলের চারপাশে চামড়ার ভাঁজ পড়ে। যা দেখেই চেনা যাবে মানুষের মনকে। যেমন_

মুঠো করার সময় যদি কারও বুড়ো আঙুলটি মুঠোর উপরের দিকে অন্যান্য আঙুলের উপর শোয়া অবস্থায় থাকে, তাহলে তারা মন খোলা স্বভাবের হয়ে থাকেন। নতুন জিনিস শেখার প্রতি তাদের  আগ্রহ থাকে। তারা নিজের জগতে থাকতে পছন্দ করেন।

যদি মুঠো করার সময় বুড়ো আঙুলটি হাতের মুঠোর ভেতরে থাকে, তবে সেই মানুষ হৃদয়বান হয়। তারা খুবই যত্নশীল হন। তারা স্বপ্নপ্রিয় হয়।

যাদের হাতের মুঠো করার সময় বুড়ো আঙুলটি উপরের দিকে মুখিয়ে থাকে সেই মানুষ অত্যন্ত আত্মবিশ্বাসী ও সংবেদনশীল হয়। নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন এবং তারা বিচক্ষণও হয়।

যাদের হাতের মুঠো তাদের বুড়ো আঙুলকে একপাশে শুয়ে রাখেন এবং মুঠোটি হালকা হয়, তাদের আত্মবিশ্বাস বেশ কম। তারা পরিশ্রমী হয়।  মানুষ হিসেবে এরা দয়ালুও হন।

Link copied!