• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ভালোবাসায় সাড়া মিলবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৪:০২ পিএম
ভালোবাসায় সাড়া মিলবে যেভাবে

খুব ভালো বোঝাপড়া, দেখতেও ঠিক মনের মতো। ভালোবাসার জন্য ঠিক যেমনটা চেয়েছিলেন, তেমন সব বৈশিষ্ট্যই রয়েছে। আপনার স্বপ্নসুন্দরী সে। কিন্তু দ্বিধাটা হলো সে আপনাকে ভালোবাসে কি না, তা তো জানেন না। কী করা যায়! কিছু প্রকাশ করতেই যদি সব বিগড়ে যায়। যদি বলে দেয় ‘আমরা ভালো বন্ধু’। স্বপ্নসুন্দরী পছন্দের সেই প্রিয়জনের কাছ থেকে এই কথাটি শোনা অনেক পুরুষের কাছেই দুঃস্বপ্নের মতো।

তবে উপায় কী? স্বপ্নসুন্দরী সেই প্রিয়জনের মুখে ভালোবাসার সম্মতি পেতে, অর্থাৎ ‘তোমাকে ভালোবাসি’ কথাটা শুনতে কিছু উপায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই উপায়গুলো মেনে চলুন। অবশ্যই পজিটিভ ফল পাবেন।

  • সব সময় তার পিছু পিছু ঘুরবেন না। ভালোবাসার আকর্ষণ উপেক্ষা করা কষ্ট হলেও ধৈর্য ধরুন।
  • সব সময় তার এক ডাকেই সাড়া দেওয়া বন্ধ করুন।
  • আপনার সময় ও আপনার ব্যক্তিত্বের যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রিয় মানুষটাকে তা বুঝতে হবে।
  • দূরত্বে টান বাড়ে। তাই ঘনঘন দেখা করার দরকার নেই। 
  • আপনার প্রতি তার টান রয়েছে কি না, জানতে হিংসের আবেগটি পরীক্ষা করে দেখুন। এতে আপনি তার মনের আসল ইচ্ছাটা জানতে পারবেন। অন্য নারীদের সঙ্গে আপনাকে দেখলে তার প্রতিক্রিয়াগুলো খেয়াল করুন।
  • সব সময় ঘ্যানঘ্যান বা বিরক্ত করবেন না। পিছু লেগে থাকবেন না। ভালোবাসাকে সহজলভ্য করে দেবেন না।
  • আপনার আচমকা অবহেলা তার মনে কৌতূহল জাগাবে। তখনই তিনি আপনার গুরুত্ব বুঝতে পারবেন।
  • ভালোবাসার জেরে নিজের ক্যারিয়ারকে ভুলে যাবেন না। নিজের ক্যারিয়ার, লক্ষ্য নষ্ট করবেন না। নিজের অস্তিত্ব ও স্থানটা আগে ঠিক করুন। 
  • নিজের লেখাপড়া ও ক্যারিয়ার গুছিয়ে নিন। নিজেকে তার উপযুক্ত করে তুলুন। অনেক নারীর এদিক থেকে অনিশ্চিত থাকলে ভালোবাসা প্রকাশে দ্বিধায় থাকেন।
Link copied!