• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তত্ত্বাবধানে তিন কর্মকর্তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৬:৪২ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তত্ত্বাবধানে তিন কর্মকর্তা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তত্ত্বাবধানে তিন কর্মকর্তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা ৮ ডিসেম্বর (আগামী শুক্রবার) ১৮ টি জেলায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন বিভাগে পরীক্ষা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনজন কর্মকর্তা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’–এর লিখিত পরীক্ষা ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৮টি জেলায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভাগভিত্তিক সার্বিক সমন্বয় করবেন তিনজন কর্মকর্তা।

রংপুর বিভাগের অধীন সব জেলার পরীক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করবেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মিজানুল হক চৌধুরী, সিলেট বিভাগের তত্ত্বাবধান থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা. নূরজাহান খাতুন এবং বরিশাল বিভাগের দায়িত্বে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান।

৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট এই তিনটি বিভাগের রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে দেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হবে।

Link copied!