• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের স্থগিত পরীক্ষা ৭ নভেম্বর থেকে শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৬:৫৪ পিএম
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের স্থগিত পরীক্ষা ৭ নভেম্বর থেকে শুরু
ছবি: সংগৃহীত

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) স্থগিত করা পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসূচি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদের মৌখিক পরীক্ষা ৭ নভেম্বর এবং জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল) পদের মৌখিক পরীক্ষা ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই শিফটে ৪৬ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) ও জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল) পদের নির্ধারিত পরীক্ষা ২৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছিল।

মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন।

Link copied!