সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৩, ০৯:৫৩ এএম
সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কমিউনিকেশনস ম্যানেজার পদে লোক নেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম
কমিউনিকেশনস ম্যানেজার

পদসংখ্যা

যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

কর্মস্থল
ঢাকা

চাকরির ধরন
চুক্তিভিত্তিক।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ লিংকের (https://stcuk.taleo.net/careersection/ex/jobdetail.ftl?job=2300024P) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়
৬ মে, ২০২৩।

Link copied!