নিয়োগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৯:৪৭ এএম
নিয়োগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা

যোগ্যতা
এলএলবি ডিগ্রিধারী। 
বয়স
৩৫ বছর
বেতন 
২৬,৫০০-৫৭,৯৫০ টাকা

পদের নাম
জুনিয়র ফ্লাইট অপারেশনস অফিসার

পদসংখ্যা: ৬
যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি।
বয়স
৩০ বছর। 
বেতন 
২২,৫০০-৫৩,১৯০ টাকা

 

পদের নাম
অপ্স/ সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা

যোগ্যতা
স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়স
৩০ বছর। 
বেতন 
১৫,৯০০-৩৮,৪০০ টাকা

 

পদের নাম
অপ্স অ্যাসিস্ট্যান্ট রুট অ্যান্ড ফুয়েল
পদসংখ্যা

যোগ্যতা
স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
বয়স
৩০ বছর। 
বেতন 
১৫,৯০০-৩৮,৪০০ টাকা

 

পদের নাম
সুপারভাইজার 
পদসংখ্যা

যোগ্যতা
স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
বয়স
৩২ বছর।
বেতন 
১৫,৯০০-৩৮,৪০০ টাকা


পদের নাম
ওয়ার্ক সুপারভাইজার (সিভিল)
পদসংখ্যা

যোগ্যতা
ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বয়স
৩০ বছর। 
বেতন
১৫,৯০০-৩৮,৪০০ টাকা

 

পদের নাম
সিনিয়র ফার্মাসিস্ট/ স্টোর/ বিল সহকারী
পদসংখ্যা

যোগ্যতা
তিন বছরের ডিপ্লোমা।
বয়স
৩০ বছর। 
বেতন
১৫,৯০০-৩৮,৪০০ টাকা

 

পদের নাম
গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা
১০০
যোগ্যতা
স্নাতক ডিগ্রি। 
বয়স
৩০ বছর। 
বেতন 
১২,৫০০-৩০,২৩০ টাকা

 

পদের নাম
জুনিয়র ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা

যোগ্যতা
কমপক্ষে এসএসসি পাস। 
বয়স
৩০ বছর। 
বেতন 
১১,০০০-২৬,৫৯০ টাকা

 

পদের নাম
প্লাম্বার
পদসংখ্যা

যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। 
বয়স
৩০ বছর। 
বেতন 
১১,০০০-২৬,৫৯০ টাকা


পদের নাম
কার্পেন্টার
পদসংখ্যা

যোগ্যতা
এসএসসি বা সমমান পাস। 
বয়স
৩০ বছর। 
বেতন 
১১,০০০-২৬,৫৯০ টাকা

বয়স
৩০ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে এবং জানা যাবে।

আবেদনের শেষ সময়
৮ মে ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

Link copied!