৩ লাখ ৫০ হাজার টাকা বেতনে এজিএম নেবে আড়ং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৪:৫৯ পিএম
৩ লাখ ৫০ হাজার টাকা বেতনে এজিএম নেবে আড়ং
ছবি: সংগৃহীত

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং সম্প্রতি ‘এজিএম (ডিজাইন)’ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম
আড়ং

পদের নাম
এজিএম (ডিজাইন)

পদের সংখ্যা
নির্ধারিত নয়

যোগ্যতা
স্নাতক ডিগ্রি (বিশেষত ফ্যাশন ডিজাইন)

অভিজ্ঞতা
সংশ্লিষ্ট কাজে ৩ বছর সহ ফ্যাশন/পণ্য ডিজাইনে উপর কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা

বয়স
প্রয়োজন নেই

প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল
ঢাকা

কর্মক্ষেত্র
অফিসে

বেতন
৩,৫০,০০০ (আলোচনা সাপেক্ষ)

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়
১৫ অক্টোবর ২০২৩ 

Link copied!