• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

পরিবর্তন হতে পারে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির তারিখ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০৬:০২ পিএম
পরিবর্তন হতে পারে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির তারিখ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৯ মার্চ নির্ধারিত ছিল। তবে এই তারিখের পরিবর্তন আসতে পারে। কারণ একই দিন (৯ মার্চ) দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন একটি গণমাধ্যমকে জানান, নির্বাচনের বিষয়টি তাদের নজরে এসেছে। এই বিষয়টি কমিশনের সভায় তোলা হচ্ছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Link copied!