নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি এই প্রতিষ্ঠান। একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ জুলাই থেকে আবেদন করতে পারবেন।
অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে-
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর- ১ জন টুলস রুম অ্যাটেনডেন্ট- ৪ জন
উচ্চমান সহকারী-১০ জন
ইউডিএ কাম ডাটা প্রসেসর- ১ জন
হিসাবরক্ষক- ৭ জন
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর- ৩ জন, লাইব্রেরিয়ান-৮ জন
ড্রাইভার- ১০ জন
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৩৫ জন
এলডিএ কাম ডাটা প্রসেসর- ৫ জন
হিসাব সহকারী-২২ জন
ক্যাশিয়ার-২ জন
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার- ৬ জন, সহকারী লাইব্রেরিয়ান- ২ জন
ল্যাবরেটরি সরকারি- ৯৮ জন
ল্যাব সহকারী-২১ জন
এলডিএ কাম ক্যাশিয়ার-৩ জন
এলডিএ কাম টাইপিস্ট-২ জন
ল্যাব সহকারী-১০ জন
ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর-১ জন
ক্যাশ সরকা-৯ জন
ইলেকট্রিশিয়ান- ১ জন
স্কিল্ডম্যান-১৪ জন
অফিস সহায়ক-৬ জন
আবেদন প্রক্রিয়া
৫- ৩১ জুলাই পর্যন্ত আগ্রহীরা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
সূত্রঃ প্রথম আলো