• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের খারকিভ ও খারসন শহর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০২:৪৫ পিএম
রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের খারকিভ ও খারসন শহর

ইউক্রেনের দুটি বড় শহর খারকিভ ও খারসনের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একটি ঘোষণার বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়ার দাবি, তাদের সৈন্যরা ইউক্রেনের দক্ষিনাঞ্চলীয় শহর খারসনে পূর্ণ কর্তৃত্ব নিয়েছে। শহরের রাস্তায় রুশ সৈন্যদের চলাচল করার কথা জানিয়েছে বিবিসির সংবাদদাতা।

খারসন শহরের মেয়র ইগর কোলিখায়েভ জানান, শহরের প্রধান রেল স্টেশন ও বন্দরের দখল হারিয়েছে ইউক্রেন। এছাড়াও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও রুশ সেনাদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

খারকিভ শহরে আকাশ থেকে বিমান থেকে রুশ সেনারা নেমে আসছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। খারকিভের বুধবার থেকেই বিমান হামলা শুরু হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রুশ সেনারা স্থানীয় সামরিক হাসপাতাল ও পুলিশের ভবনের হামলা চালিয়েছে।

এছাড়াও মঙ্গলবার খারকিভের স্থানীয় সরকারের কার্যালয়ে মিসাইল হামলা করে রাশিয়া। পরে দিকেব শহরের একটি আবাসিক এলাকাতেও হামলা হয়।

মঙ্গলবারের হামলায় খারকিভে অন্তত ১৭ জন নিহত হয়। আহত হন আরও অনেকে।

Link copied!