ফেব্রুয়ারির শুরুতে রাশিয়া ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শেষ হওয়ার আগে ইউক্রেন আক্রমণ না করার জন্য অনুরোধ করেছিলেন চীনা কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কর্মকর্তারা ও পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এক ইউরোপীয় কর্মকর্তা এমন তথ্য দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস খবরে উঠে এসেছে এ ঘটনা।
খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে চীনের কর্মকর্তারা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিকল্পনা বা অভিপ্রায় সম্পর্কে আগে থেকেই জানতেন। এছাড়া এ বিষয়ে অবগত আরেকটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, রাশিয়াকে সামরিক অভিযান পরিচালনা না করতেও অনুরোধ করেছে চীন।
তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানাতে চায়নি চীনা কর্মকর্তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা সিআইএ ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
অবশ্য ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এই প্রতিবেদনের দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, “প্রতিবেদনে উল্লিখিত দাবিগুলোর কোনো ভিত্তি নেই। শুধু অনুমানের মাধ্যমে চীনকে দোষারোপ করা হচ্ছে।”
শীতকালীন অলিম্পিক শেষ হওয়ার মাত্র কয়েক দিন পর গত ২৪ ফেব্রুয়ারি উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমান্ত থেকে ইউক্রেনে ত্রিমুখী আগ্রাসন চালায় রাশিয়া। পশ্চিমা নেতাদের কয়েক সপ্তাহের সতর্কতার পরও অভিযান অব্যাহত রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।