• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক শিশু ওমিক্রনে আক্রান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৯:০৫ এএম
যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক শিশু ওমিক্রনে আক্রান্ত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কে রয়েছে  পুরো বিশ্ব। বিশ্বের উন্নত দেশেও ওমিক্রনের বিস্তার বেড়েছে। তবে এবার আক্রান্তের তালিকায় বেশি রয়েছে শিশুরা। যুক্তরাষ্ট্রে ৪ হাজারের বেশি কোভিড আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। যাদের সবাই ওমিক্রনে আক্রান্ত। 

বুধবার (৬ জানুয়ারি) দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকার খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে রেকর্ডসংখ্যক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে এতসংখ্যক শিশু কখনোই কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি। পাশাপাশি প্রাপ্তবয়স্করাও হাসপাতালে ভর্তি হচ্ছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদেরও টিকা দেওয়ার বিষয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজ দিতে বলছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনস্কি বলেন, ‘‘আমরা আমাদের শিশু ও কিশোরদের কোভিড-১৯ এবং এ ধরনের আরও গুরুতর রোগ থেকে রক্ষা করার চেষ্টা করছি। এটা কঠিন।”

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন সাত লাখের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ২ হাজার ১০৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৫ হাজার ৮৪৩ জনের।

Link copied!