• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মধ্যরাতে পরোটা না পেয়ে হোটেল মালিককে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৫:৫০ পিএম
মধ্যরাতে পরোটা না পেয়ে হোটেল মালিককে হত্যা

রাত জেগে থাকলে ক্ষুধা লাগাটা স্বাভাবিক। আর ক্ষুধার কারণে মাথা গরম হতেই পারে। তবে তার জেরে কাউকে গুলি করে মেরে ফেলার কথা হয়তো চিন্তাও করতে পারবেন না অনেকেই। তবে ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন এক ঘটনা।

হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার মধ্যরাত অর্থাৎ রবিবার, ০২ জানুয়ারি রাত দেড়টায় দুই ব্যক্তিকে পরোটার জন্য হত্যা করেন অপর দুই ভারতীয়। পুলিশ জানায় মধ্যরাতে দোকানে এসে পরোটা চাইলে তা দিতে অস্বীকার করেন হোটেল মালিক কপিল রানা।

তিনি জানান তারা শুধু অনলাইনে খাবার সরবরাহ করেন। এরপরেই তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই দুই ব্যক্তি। এরপর রাত তিনটার দিকে বন্দুক নিয়ে ফিরে এসে রানা ও দোকানের এক কর্মীকে গুলি করে তারা।

১১২ নম্বরে ডায়াল করে পুলিশকে বিষয়টি জানান দোকানের কর্মী প্রবীণ কুমার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খাবারের দোকানের মালিককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ইতিমধ্যেই আকাশ ও যোগেন্দ্র নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

Link copied!