• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

বন্ডি বিচে বন্দুকধারীর কাছ থেকে খালি হাতে অস্ত্র কেড়ে নেওয়া কে এই আহমেদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৫৩ পিএম
বন্ডি বিচে বন্দুকধারীর কাছ থেকে খালি হাতে অস্ত্র কেড়ে নেওয়া কে এই আহমেদ

সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলার সময় ধস্তাধস্তির এক সাহসী নায়ক ধরা পড়েছে। ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ, দুই সন্তানের জনক ও একজন ফলের দোকানের মালিক, হামলার সময় নিজেই বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার কাছ থেকে অস্ত্রটি ছিনিয়ে নেন। হামলার সময় তার হাত ও বাহুতে গুলি লাগে। বর্তমানে আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন এবং অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিবিসি যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায়, আহমেদ হামলাকারীর দিকে তাকিয়ে অস্ত্রটি নিরাপদে ধরেন, ফলে হামলাকারী পিছু হটতে বাধ্য হন। পরে তিনি অস্ত্রটি নিজের হাতে তুলে ধরে পুলিশকে দেখান যে তিনি হামলাকারীর অংশ নন।

রোববার রাতে এই সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হন। হামলা ইহুদি ধর্মীয় উৎসব ‘হানুকা’ উদযাপনকেন্দ্রিক স্থানে সংঘটিত হওয়ায় পুলিশ এটিকে ইহুদি সম্প্রদায়ের লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে।

আহমেদের চাচাতো ভাই মোস্তফা বলেছেন, “সে একজন প্রকৃত নায়ক। গুলিতে আহত হলেও তার সাহসিকতার কারণে অনেকের জীবন বেঁচে গেছে।” নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আহমেদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।

আন্তর্জাতিকভাবেও আহমেদের কৃতিত্ব স্বীকৃতি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘অত্যন্ত সাহসী’ উল্লেখ করে প্রশংসা করেছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!