• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয় দিনের মতো কিয়েভে রুশ হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১০:৫২ এএম
দ্বিতীয় দিনের মতো কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় তার দেশের অন্তত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩১৬ জন।

রুশ বিমান ভূপাতিত করার দাবি

Ukrain

ইউক্রেনের রাজধানী কিয়েভের দরনিতসকি এলাকায় রাশিয়ার একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যান্তন হেরাশচেঙ্কো। তিনি জানান, ৭ নম্বর কোসিৎসিয়া স্ট্রিটে একটি বাড়ির কাছে বিমানটিকে ভূপাতিত করা হয়।

প্রথম দিনের অভিযান সফল দাবি রাশিয়ার

Ukrain

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন। এদিন ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ বাহিনী। 

ইগর কোনাশেনকভ বলেন, তার দেশের সামরিক বাহিনী ইউক্রেনে হামলার প্রথম দিনটির জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছিল, সেটি তারা অর্জন করেছে।

Link copied!