• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

ক্রিমিয়ায় রুশ বিমানঘাঁটিতে হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০২:৩১ পিএম
ক্রিমিয়ায় রুশ বিমানঘাঁটিতে হামলা

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের একটি বিমানঘাঁটিতে বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছে। আঞ্চলিক প্রশাসনের প্রধান সের্গেই আকসনভ এ কথা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে তিনি জানান, ক্রিমিয়া উপত্যকার পশ্চিম উপকূলে স্যাকি বিমানঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ফুটেজে বেশ কয়েকটি বিস্ফোরণ দেখা যাচ্ছে।

যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, সেখানে গোলাবারুদ ধ্বংস করেছে তারা। তবে বিবিসি জানায়, নিরপেক্ষ কোনো সূত্র এই তথ্য যাচাই করতে পারেনি। রাশিয়ায় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অবশ্য জানিয়েছে গোলাবারুদের গুদামে কোনো আগুন ধরেনি।

২০১৪ সালে কিয়েভের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় মস্কো। এলাকাটি রুশ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

বিস্ফোরণের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ দাবি করে এক ভাষণে বলেন, “ইউক্রেন যুদ্ধ ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছে, এর স্বাধীনতার মধ্য দিয়েই শেষ হবে। আমরা কখনোই হাল ছাড়ব না।”

Link copied!