• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘আমাদের রাশিয়ার মুখে একা ছেড়ে দেওয়া হয়েছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১১:৪৬ এএম
‘আমাদের রাশিয়ার মুখে একা ছেড়ে দেওয়া হয়েছে’

শুক্রবার দ্বিতীয় দিনের মতো ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে রাশিয়ার আগ্রাসনের বিপরীতে পশ্চিমা মিত্রদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার দেওয়া এ ভাষণে জেলেনস্কি বলেছেন, আমাদের রাশিয়ার মুখে একা ছেড়ে দেওয়া হয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, “রাশিয়ার বড় ধরনের হামলার বিপরীতে দেশ রক্ষায় আমাদের একা ছেড়ে দেওয়া হয়েছে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমাদের হয়ে লড়ার কে আছে? আমি তো কাউকে দেখি না। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার নিশ্চয়তা কে দেবে? সবাই রাশিয়ার আগ্রাসী ভূমিকায় ভীত।”

জেলেনস্কি বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে হামলার শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩৭ জন ইউক্রেনিয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১৬ জন। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। তারা নগরবাসীকে ভয় দেখাচ্ছে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, “ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর সদস্য করতে আমি ২৭ জন ইউরোপীয় নেতাকে অনুরোধ করেছি। কিন্তু কেউই কোনো উত্তর দেননি। সবাই ভীত।”

Link copied!