• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অমৃতসরের স্বর্ণমন্দিরে আরও একজনকে পিটিয়ে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৪:১০ পিএম
অমৃতসরের স্বর্ণমন্দিরে আরও একজনকে পিটিয়ে হত্যা

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের স্বর্ণ মন্দিরে ২৪ ঘণ্টার মধ্যে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নিশান সাহেব তথা শিখ ধর্মাবলম্বীদের পতাকাকে ‘অসম্মান’ করার অভিযোগে ঐ ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়।

এনডিটিভি জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। এসময় শিখ সম্প্রদায়ের লোকেরা তাদের সামনেই ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানায়।

এরপর পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের হাতে নিহত হন ওই ব্যক্তি। কাপুরথালা জেলার নিজামপুর গ্রামের বাসিন্দারা গুরুদ্বার থেকে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রার্থনা চলাকালীন এক যুবক স্বর্ণমন্দিরের দেয়াল টপকে শিখ সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ ‘গ্রন্থ সাহেব’ -এর সামনে রাখা তলোয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কাছাকাছি থাকা ব্যক্তিরা তাকে ধরে বের করে দেন।

বাইরে উত্তেজিত জনতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Link copied!