• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

মার্কিন নির্বাচন : ট্রাম্প-বাইডেনের মনোনয়ন নিশ্চিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০৭:২১ পিএম
মার্কিন নির্বাচন : ট্রাম্প-বাইডেনের মনোনয়ন নিশ্চিত
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী নির্বাচনেও মুখোমুখি হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ মার্চ) উভয়ই নিজ নিজ দল থেকে প্রার্থীতা নিশ্চিত করেছেন। 

বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দলীয় মনোনয়ন পেতে বাইডেনের ১,৯৬৮ ডেলিগেট প্রয়োজন ছিল। মঙ্গলবার রাতে জর্জিয়ায় প্রাইমারির ফলাফল আসতে শুরু করলেই এই সংখ্যা পেরিয়ে যান বাইডেন।

বাইডেনের প্রার্থীতা নিশ্চিত হয়ে যাওয়ার কয়েকঘণ্টা পর ট্রাম্পও রিপাবলিকান দল থেকে মনোনয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ১,২১৫ ডেলিগেট পেয়ে যান।

রিপাবলিকান প্রাইমারিতে মঙ্গলবারের এ ফলাফল অবশ্য বলতে গেলে পূর্বনির্ধারিতই ছিল। এবারের প্রাইমারিতে ট্রাম্প শুরু থেকেই যে দাপট দেখিয়েছেন তাতে তার প্রতিদ্বন্দ্বীরা নিজেরাই একে একে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। গত সপ্তাহে ‘সুপার টুয়েসডের’ ফলাফল প্রকাশের পর ট্রাম্পের টিকে থাকা সর্বশেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বাইডেনকে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তেই হয়নি। বরং এবার বাইডেনকে অন্য এক অদ্ভূত প্রতিদ্বন্দ্বীর মোকাবেলা করতে হবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের প্রতি বাইডেনের অন্ধ সমর্থন এবং গাজার অসহায় ফিলিস্তিনিদের দুর্দশাকে পুরোপুরি উপেক্ষা করার কারণে ডেমোক্রেটিক দলের অনেক সমর্থক তার ওপর বিরক্ত। এবার কয়েকটি রাজ্যের প্রাইমারিতে তাই ব্যালটে ‘আনকমিটেড’ বা ‘প্রতিশ্রুতিবদ্ধ নয়’ ভোট রাখা হয়েছিল। এবং যে পরিমাণ ‘আনকমিটেড’ ভোট পড়েছে তাতে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে তা বাইডেনকে বেকায়দায় ফেলে দিতে পারে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

Link copied!