‘কৃষ্ণসাগর শস্য চুক্তি’ থেকে রাশিয়া বের হয়ে যাওয়ার পর প্রথমবার ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে গেছে একটি জাহাজ। বুধবার (১৬ আগস্ট) হংকংয়ের পতাকাবাহী জাহাজটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দর ছাড়ে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশটির অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ জানান, জোসেফ শুল্টে নামের জাহাজটি ৩০ হাজার মেট্রিক টন পণ্য নিয়ে বসফরাস প্রণালীর দিকে যাত্রা শুরু করেছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর থেকে জাহাজটি বন্দরে আটকা ছিল।
জাতিসংঘ ও তুরস্কের সহযোগিতায় রাশিয়া ও ইউক্রেন ‘কৃষ্ণ সাগর শস্য’ চুক্তি করে। এর ফলে ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে। কিন্তু চুক্তির শর্ত মানা হচ্ছে না বলে অভিযোগ তুলে মস্কো। পরে রাশিয়া চুক্তি থেকে বের হয়ে যায়।
চুক্তি থেকে বের হয়ে রাশিয়া জানায়, ইউক্রেনের দিকে যাওয়া জাহাজগুলো অস্ত্র বহন করছে বলে গণ্য করা হবে।